ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা : ভোলা অংশের অনুষ্ঠান সঞ্চালনা করলেন জেলা প্রশাসক

আজ ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম (২য় পর্যায়) এর শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ভোলা, জয়পুরহাট ও চট্টগ্রাম জেলার সাথে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন এবং এই তিনটি জেলার উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলেন। ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী ভোলা অংশের অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং ভোলা জেলার সাথে সংযুক্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষিতে ভোলা জেলায় গত এক বছরে গৃহীত ত্রাণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। এ সময় ভোলা প্রান্তে সংযুক্ত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ভোলা জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, ভোলার ছয়টি উপজেলার উপজেলা চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি সহ ভোলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় ভোলা জেলায় এই বছরও গত বছরের ন্যায় ২৮,৯৫৩ জনকে আর্থিক সহায়তা (২৫০০/- টাকা করে) প্রদান করা হবে।