শিরোনাম

South east bank ad

উচ্চশিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীদের খোঁজখবর নিলেন গাইবান্ধার জেলা প্রশাসক

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

উচ্চশিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীদের খোঁজখবর নিলেন গাইবান্ধার জেলা প্রশাসক

আজ গাইবান্ধা জেলার শিক্ষিত বেকার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা হাজির হয়েছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে। আগত প্রত্যেকের পারিবারিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে নিয়োগ বন্ধ থাকায় তিনি তাদেরকে ধৈর্য্য ধারণ করতে বলেন এবং বিভিন্ন আঞ্চলিক এনজিওর নিয়োগে দৃষ্টি প্রতিবন্ধীদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান পরিস্থিতিতে তারা যেন নিগ্রহের শিকার না হন তা নিশ্চিত করতে আগত প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন। আর্থিক সহায়তা, আন্তরিক পরামর্শ এবং অভিভাবকসুলভ দায়িত্ব গ্রহণের প্রত্যয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দৃষ্টি প্রতিবন্ধীগণ। তারা ভবিষ্যতেও জেলা প্রশাসনের কাছে এমন অভিভাবকসুলভ আচরণ প্রত্যাশা করে জেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: