সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি বিধি-নিষেধ প্রতিপালনে বদ্ধ পরিকর নরসিংদী জেলা প্রশাসন

করোনা সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ কার্যকর করতে এবং নর সিংদীজেলাকে নিরাপদ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে মাঠে রয়েছে নরসিংদী জেলা প্রশাসন।
আজ নরসিংদীজেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলা শহর ও বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ২৮ টি মামলা রুজু করে মোট ৪১১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নরসিংদী জেলা পুলিশ এর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।