শিরোনাম

South east bank ad

শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান করলেন গাইবান্ধার জেলা প্রশাসক

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান করলেন গাইবান্ধার জেলা প্রশাসক

সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের খান পাড়া গ্রামের ৬০ বছর বয়স্ক শারীরিক প্রতিবন্ধী দরিদ্র তমছের আলী। জন্মগত প্রতিবন্ধী হওয়ায় তমছের আলীকে হাঁটুতে ভর করে চলতে হয়। পরিবারের অন্য কেউ না থাকায় বোনের সংসারে মানবেতর জীবন যাপন করছেন তিনি। আর্থিক অসচ্ছলতা থাকায় বোনের পক্ষেও সম্ভব না ভাইকে হুইল চেয়ার কিনে দেয়া। এমন হৃদয়বিদারক ঘটনা স্থানীয় পত্রিকার মাধ্যমে গাইবান্ধা জেলার জেলা প্রশাসক জনাব মো: আবদুল মতিনের নজরে আসে। আজ তমছের আলীকে নিজ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে এনে একটি হুইল চেয়ার, পরিধেয় বস্ত্র এবং আর্থিক সহায়তা প্রদান করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মো: আবদুল মতিন। বর্তমান লকডাউনে এমন সহায়তা পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আবেগাপ্লুত তমছের আলী। এভাবেই সবসময় অসহায়ের পাশে দাঁড়িয়ে মানবতার দীপশিখা জ্বালিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক জনাব মো: আবদুল মতিন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: