সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জ জেলা প্রশাসনের এক লাখ মাস্ক বিতরণ

গতকাল গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানার উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জেলার ৫টি উপজেলা, ৪টি পৌরসভাসহ ৬৭টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে একযোগে ১,০০,০০০ (এক লক্ষ) মাস্ক বিতরণ করা হয়।
গোপালগঞ্জ সদরে মাস্ক বিতরণের সময় জেলা প্রশাসকসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াসুর রহমান পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, গোপালগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, বিডি ক্লিন গোপালগঞ্জ ও রোভার স্কাউটের সদস্যবৃন্দ এবং আরো অনেকে উপস্থিত ছিলেন।