ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

০৩ ফেব্রুয়ারি ২০২১, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ এবং ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সভাপতি তাঁর বক্তব্যে উক্ত দিবসদ্বয় যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্ব স্ব দায়িত্ব পালনের পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সভায় অংশগ্রহণকারী সকলের প্রতি আহবান জানান।