শিরোনাম

South east bank ad

স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় গঠন হচ্ছে কোম্পানি

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় গঠন হচ্ছে কোম্পানি
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১-এর পরিচালনায় পৃথক একটি কোম্পানি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্যাটেলাইট নির্মাণ ও উেক্ষপণের পর তা পরিচালনার দায়িত্বে থাকবে কোম্পানিটি। একইভাবে বাণিজ্যিক ভিত্তিতে স্যাটেলাইটের কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে এটি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন্স লিমিটেড (বিএসসিএল) নামে গঠন করা হচ্ছে নতুন এ কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পরিচালিত হবে এটি। স্যাটেলাইট উেক্ষপণে পরামর্শক সেবা গ্রহণের জন্য ২০১২ সালের জানুয়ারিতে ‘প্রিপারেটরি ফাংশন অ্যান্ড সুপারভিশন ইন লঞ্চিং এ কমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে বিটিআরসিকে দায়িত্ব দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। প্রকল্পটি শেষে স্যাটেলাইট নির্মাণকাজ তদারকিতে সম্প্রতি নতুন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ বিষয়ে জানান, আলাদা একটি কোম্পানির মাধ্যমে স্যাটেলাইট পরিচালনার বিষয়ে প্রকল্পটি হাতে নেয়ার সময়ই সিদ্ধান্ত নেয়া হয়। দক্ষভাবে স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এ কোম্পানি গঠন করা হচ্ছে। ডিপিপি অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোাটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থ ১ হাজার ৩১৫ কোটি ৫১ লাখ ও বাকি ১ হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা সংগ্রহ করা হচ্ছে বিদেশী উত্স থেকে। স্যাটেলাইট উেক্ষপণের পর পাঁচ বছরের মধ্যে এ প্রকল্পের ব্যয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। স্যাটেলাইট সিস্টেম নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা। এর মধ্যে থেলিস অর্থায়ন করছে ৮৫ শতাংশ। আর বাকি অর্থ দেবে সরকার। গত ২০ অক্টোবর সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি স্যাটেলাইট সিস্টেম কেনার প্রস্তাব অনুমোদন করে। টার্ন-কি পদ্ধতিতে এটি কেনা হচ্ছে। এর আগে এ প্রকল্পের দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়, যার একটি স্লট ক্রয় ও অন্যটি পরামর্শক নিয়োগ। গত বছরের নভেম্বরে স্যাটেলাইট সিস্টেম কিনতে থেলিস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে বিটিআরসি। প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি এ চুক্তির আওতায় স্যাটেলাইট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠানটি। ইউরোপের শীর্ষ স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান থেলিস অ্যালেনিয়া স্পেসে বিনিয়োগ রয়েছে ফ্রান্সের থেলিস ও ইতালির ফিনমেকানিকার। থেলিসের প্রধান কার্যালয় ফ্রান্সের কানে। চুক্তি অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে স্যাটেলাইট নির্মাণ করবে থেলিস। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর এটি উেক্ষপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর পর তিন বছর স্যাটেলাইট রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। প্রয়োজনে পরবর্তীতে এ চুক্তির মেয়াদ আরো বাড়ানো হতে পারে। গত বছরের জানুয়ারিতে স্যাটেলাইট উেক্ষপণে কক্ষপথের স্লট বরাদ্দ নিতে রাশিয়ার প্রতিষ্ঠান ইন্টারস্পুটনিকের সঙ্গে চুক্তি করে বিটিআরসি। চুক্তি অনুযায়ী ইন্টারস্পুটনিককে স্লট বরাদ্দের জন্য ২ কোটি ৮০ লাখ ডলার দিতে হচ্ছে। বঙ্গবন্ধু-১ উেক্ষপণে মূল পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল (এসপিআই)। বাজার মূল্যায়ন, বাজারজাতকরণ, কাঠামো তৈরি, স্থানীয় বিশেষজ্ঞদের প্রশিক্ষণ, গ্রাউন্ড স্টেশন ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: