বন্ড ইস্যুর খবরে ইন্স্যুরেন্স চাঙ্গা

বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করবে পুঁজিবাজারে তলিকাভুক্ত বিমা খাতের বেশকিছু কোম্পানি। এমন খবর বাজারে ছড়ানোর কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার বিমা খাতে চাঙ্গা ভাব লক্ষ করা গেছে।
গতকাল সকাল থেকে বিমা খাতে চাঙ্গা ভাবের বিষয়টি নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে একাধিক কোম্পানি। এসব কোম্পনি বন্ড ছেড়ে বাজার থেকে টাকা তুলতে পারলে তাদের ব্যবসা আরো বাড়াতে পারবে। এর ফলে ভালো ডিভিডেন্ডের আশায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। অন্যদিকে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে জানা গেছে, সামনে তারা ইন্স্যুরেন্স মেলার আয়োজনের উদ্যোগ নিতে যাচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হচ্ছে। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৬ কোম্পানির মধ্যে গতকাল রোববার ৪৩টির শেয়ারদর বেড়েছে।