রাজস্ব কার্যক্রম গতিশীল করতে চেষ্টা চলছে
রাজস্ব কার্যক্রম আরও গতিশীলতা ও গণমুখী করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
শনিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট অঞ্চলের ব্যবসায়ী, স্টেকহোল্ডার ও করদাতাদের সঙ্গে রাজস্ব সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি এনবিআর চেয়ারম্যান বলেন, দেশকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের ঠিকমতো কর পরিশোধ করা প্রয়োজন।
এ সময় ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নের প্রেক্ষাপটে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নজিবুর রহমান বলেন, কর উন্নয়নে বাংলাদেশের মধ্যে প্রথম সিলেটে উদ্ধুদ্ধ সভা করা হয়েছে।
সিলেট সীমান্ত দিয়ে কয়লা, চুনাপাথর আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, সীমান্তে শুল্ক স্টেশনে কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট কর অঞ্চলের কমিশনার মাহমুদুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে মূল প্রবন্ধ উত্থাপন করেন সিলেট কর অঞ্চলের সাবেক কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান।
অনুষ্ঠোনে বিশেষ অতিথি ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এম ডি আল আমিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার কামরুল আহসান, কর্নেল মো. রিকুল ইসলাম খান, কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্তাস উদ্দিন ভূঁইয়া, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, মেট্টোপলিটন চেম্বারের সভাপতি হাছিন আহমদ।
যুগ্ম কর কমিশনার মো. জাকির হোসেন ও সহকারী রাজস্ব কর্মকর্তা আসফিয়া সিরাতের সঞ্চালনায় মৌলভীবাজার চেম্বারের সভাপতি কামাল হোসেন, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল প্রমুখ বক্তব্য দেন।