শিরোনাম

South east bank ad

রাষ্ট্রদূতের হাতব্যাগ উদ্ধার, গ্রেপ্তার ২

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

রাষ্ট্রদূতের হাতব্যাগ উদ্ধার, গ্রেপ্তার ২
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার চুরি যাওয়া হাতব্যাগসহ দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বুধবার  এ তথ্য জানান। তিনি বলেন, “গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) ওই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।” তবে গ্রেপ্তারদের পরিচয় বা তাদের কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে- সে বিষয়ে কোনো তথ‌্য দেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, বিকালে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে। গত সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আঙ্গিনায় এক অনুষ্ঠান থেকে রাষ্ট্রদূত লিওনির হাতব্যাগ চুরি হয়। অনুষ্ঠানের সময় ধারণ করা ভিডিও দেখে সন্দেহভাজন এক তরুণকে শনাক্ত করা হয়েছে বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক সেদিন জানিয়েছিলেন। কাউন্টার ফটোর আলোকচিত্র বিভাগের চার বছরপূর্তিতে প্রদর্শনীর উদ্বোধন করতে সেদিন ওই অনুষ্ঠানে গিয়েছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। তার ব্যাগে মোবাইল ফোন ও নোটপ্যাডসহ ‘মূল্যবান জিনিস ও নথিপত্র’ ছিল বলে সেদিন জানিয়েছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: