শিরোনাম

South east bank ad

নাসিরনগরে গ্রেপ্তার আরও ৩৩ জন

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

নাসিরনগরে গ্রেপ্তার আরও ৩৩ জন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দিরসহ হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন জায়গায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। এ নিয়ে এ ঘটনায় মোট ৪৪ জন গ্রেপ্তার হলেন। ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাংচুরসহ লুটপাট করা হয়। ঘটনার দিন রাতেই নয়জনকে এবং পরে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার বলেন, “হামলার ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত নাসিরনগরে মোট ৪৪ জন গ্রেপ্তার হয়েছেন। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।” গত ২৯ অক্টোবর নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেইসবুক পাতায় একটি পোস্ট নিয়ে ঘটনার সূত্রপাত বলে স্থানীয়রা জানান। ফেইসবুকে রসরাজ ‘ইসলাম অবমাননা করে’ পোস্ট দিয়েছেন বলে অভিযোগ উঠলে পুলিশ তাকে ৩০ অক্টোবর আটক করে। পরে তাকে রিমান্ডেও নেয় পুলিশ। এদিকে ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’ ব‌্যানারে পরদিন বিক্ষোভের ডাক দেওয়া হয় নাসিরনগর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে। হবিগঞ্জের মাধবপুরেও ডাকা হয় একই কর্মসূচি। এর মধ‌্যেই একদল লোক নাসিরনগর সদরের দত্তবাড়ির মন্দির, নমঃশূদ্রপাড়া মন্দির, জগন্নাথ মন্দির, ঘোষপাড়া মন্দির, গৌরমন্দির গুঁড়িয়ে দেয়। পাশাপাশি দেড়শর বেশি ঘরে ভাঙচুরসহ লুটপাট করে। তা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ‌্যে পাঁচ দিনের মাথায় শুক্রবার পুলিশের পাহারার পরও নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনা তদন্তে স্থানীয় পুলিশ প্রশাসন, পুলিশ সদর দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি পৃথক কমিটি গঠিত হয়েছে। বছরের শুরুতেও ব্রাহ্মণবাড়িয়ায় এ ধরনের ঘটনা ঘটে। এক ছাত্রের মৃত‌্যুকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ধ্বংসস্তূপে পরিণত হয়।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: