লোহাগাড়ায় হিজড়াদের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ

বর্তমান করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে ও তৃতীয় লিঙ্গের মানুষ সীমাহীন কষ্টে জীবন পার করছে। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে উত্তরণ ফাউন্ডেশন। ৫ মে বুধবার লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়িতে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সাংবাদিক শাহজাদা মিনহাজের সার্বিক তত্বাবধানে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ জাকারিয়া রহমান, আরও উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ, চুনতি পুলিশ ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম জামান, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি আবদুল আউয়াল জনি, সহসম্পাদক দেলোয়ার হোসেন রশিদী, সাংগঠনিক সম্পাদক হোছাইন মেহেদী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তুষার আহমেদ কাইছার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলাউদ্দিন।

অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, 'বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন ও জীবিকার ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলেছে। এ সময় নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। এরই মধ্যে ব্যক্তি উদ্যোগে পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। আর ঈদুল ফিতর উপলক্ষে ডিআইজি স্যারের ফাউন্ডেশনের পক্ষ থেকে বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষকে ঈদ উপহার দেওয়া হলো। এতে কিছুদিন তাদের অভুক্ত থাকতে হবে না।'

উল্লেখ্য, দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রতিষ্ঠিত ‘উত্তরণ ফাউন্ডেশন’ সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষকেকে খাদ্য সহায়তা দিচ্ছে সংগঠনটি। ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম চলছে। এরই মধ্যে কয়েকহাজার মানুষকে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
