শিরোনাম

South east bank ad

নির্যাতনের শিকার রিকশা চালককে এখনো খুঁজে পায়নি পুলিশ

 প্রকাশ: ০৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

নির্যাতনের শিকার রিকশা চালককে এখনো খুঁজে পায়নি পুলিশ

বংশাল পুরাতন চৌরাস্তায় স্থানীয় প্রভাবশালীর দ্বারা নির্যাতনের শিকার সেই রিকশা চালককে এখনো খুঁজে পায়নি পুলিশ। মঙ্গলবার (৪ মে) দিনগত রাত ১১টার দিকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, ওই রিকশা চালককে আমরা এখনো খুঁজে পাইনি।
তাকে পাওয়া গেলে, প্রথমে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হবে। পরে তাকে নির্যাতনের কারণে মামলার বাদী হওয়ার প্রস্তাব দেওয়া হবে। তবে তাকে না পাওয়া গেলে, পুলিশ বাদী হয়ে মামলা দেবে ওই ব্যক্তির নামে।
সুলতান আহমেদ নামে ওই প্রভাবশালী ব্যক্তি নির্মমভাবে এক রিকশা চালককে চড়-থাপ্পড় দিলে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন রিকশা চালকে শরীরে পানি ছিটিয়ে, একপর্যায়ে পানি পান করিয়ে তাকে সুস্থ করে। এর কিছুক্ষণ পরেই ওই রিকশা চালক তার ঘটনাস্থল ত্যাগ করেন।

ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় পুলিশ সুলতান আহমেদকে আটক করে।

বংশাল থানার ওসি শাহিন ফকির বলেন, ভিডিওটি দেখে আমি চমকে গেছি। একের পর এক থাপ্পড় দিতে থাকেন রিকশা চালককে। অথচ ভিডিওটিতে লক্ষ্য করা যায়, রিকশাচালক মার খাচ্ছেন, তবুও তিনি সরকারি নির্দেশনায় করোনা প্রতিরোধের জন্য বারবার মাস্ক পড়তে থাকেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী সুলতান আহমেদ নামে ওই ব্যক্তির মুখে সে সময় মাস্ক ছিল না। এতেই ওই রিকশা চালককে স্যালুট দেওয়া উচিত।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি নামাজ পড়ে বাসায় ফেরার পথে পুরাতন বংশাল মোরে জ্যামের কারণে ওই রিকশা চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মাথা গরম হয়ে যায়, মাথা গরমের কারণে এই রিকশা চালককে নির্মমভাবে চড়-থাপ্পড় মারতে থাকেন।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: