শিরোনাম

South east bank ad

করোনায় মারা গেলেন আ’লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদ আলী রাতুল

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

করোনায় মারা গেলেন আ’লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদ আলী রাতুল

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামের জেএমএস গ্রুপের মালিক ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদ আলী রাতুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকাল তার বয়স হয়েছিলো ৬০ বছর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গভীর রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিল্পপতি রাতুলের ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন মাহমুদ আলী রাতুল। নমুনা পরীক্ষায় গত ৩০ মার্চ তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত শুক্রবার বাসায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

উল্লেখ্য, মরহুম মাহমুদ আলী রাতুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদে ছিলেন তিনি। রাতুল চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: