জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান নাসির উদ্দিন

২০২১-২২ ও ২০২২-২৩ সেশনের জন্য বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এসকে নাসির উদ্দিন। অ্যাসোসিয়েশনের ৪২তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত হন তিনি। এসকে নাসির উদ্দিন বর্তমানে আকিজ জুট মিল লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সভায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন গোল্ডেন জুট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মৃধা মুনিরুজ্জামান মুনির।
উল্লিখিত সেশনের জন্য আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ফরিদপুর জুট ফাইবারসের পরিচালক ফারিয়ান ইউসুফ, করিম জুট স্পিনার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাহিদ মিয়া, মাজেদা জুট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম, শমশের জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহজাহান, ওয়াহাব জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসকে ফারুক হক, টিম্যাক্স জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল হক, সোনালী আঁশ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, ধামাশি জুট ইন্ডাস্ট্রির চেয়ারম্যান নোমান চৌধুরী, সাগর জুট স্পিনিং মিলসের চেয়ারম্যান চিত্ত রঞ্জন দাস ও রহমান জুট স্পিনার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুর রহমান।