swap এবং উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে মানবতার চুক্তি সম্পন্ন

"পুরনো মানে ফেলনা নয়, পুরনো মানে সম্পদ" এই মুলমন্ত্র নিয়ে গত ১৮ই মার্চ স্বাক্ষরিত হয়ে গেলো swap এবং উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে একটি মানবতার চুক্তি। চুক্তি স্বাক্ষর অনুস্টানে উপস্থিত ছিলেন swap এর সিইও পারভেজ আহমেদ, নগদের চিফ পাবলিক এফেয়ার্স অফিসার সোলায়মান সুখন, উৎসর্গ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েস। চুক্তি অনুযায়ী swap এবং উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ সারাদেশ থেকে দারিদ্র ও চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবহৃত মোবাইল,ল্যাপটপ সংগ্রহ করবে। এখন থেকে কেউ চাইলেই তার ঘরে পড়ে থাকা পুরাতন ও ব্যবহারযোগ্য স্মার্টফোন, ল্যাপটপ ডোনেট করতে পারবেন। যা পরবর্তীতে দারিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে হবে। আপনার কাছে যা ফেলনা সেটা হয়তোবা প্রত্যন্ত গ্রামের কোন শিক্ষার্থীর জন্য অনেক বড় কিছু হিসেবে রুপান্তরিত হতে পারে। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যেকেউ চাইলেই এই ক্যাম্পেইন এর সাথে যুক্ত হতে পারবেন।
swap এর পেইজে এবং উৎসর্গ-Uthshargo এর পেইজে ইনবক্স করলেই উৎসর্গের ভলান্টিয়াররা সেটি সংগ্রহ করে আনবে।মানুষ মানুষের জন্য।