বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করেছে আইসিএবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এ উপলক্ষে গতকাল সিএ ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ, ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল কাদের জোয়াদ্দার এফসিএ, কাউন্সিল মেম্বার মো. মনিরুজ্জামান এফসিএ, মুহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, সিইও শুভাশীষ বসু ও ঢাকা রিজিওনাল কমিটির চেয়ারম্যান মো. সেলিম রেজা এফসিএ।