জেলার লিড ব্যাংকের তালিকা প্রকাশ, এসএমই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সহযোগিতার নির্দেশ
প্রতিটি জেলার জন্য বছরওয়ারী একটি লিড ব্যাংক নির্বাচন করে বাংলাদেশ ব্যাংক। লিড ব্যাংকের দায়িত্ব প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তার জন্য এসএমই ঋণের পরিকল্পনা, বিতরণ ও বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলার অন্যান্য ব্যাংককে নেতৃত্ব দেয়া। ঋণ সম্পর্কিত যাবতীয় তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানানোর দায়িত্বও লিড ব্যাংকের।
কোডিভে ক্ষতিগ্রস্ত কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজের (সিএমএসএমই) জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সহযোগিতার নির্দেশ দিয়ে চলতি বছরের জন্য সারাদেশে লিড ব্যাংকের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিটি জেলার জন্য বছরওয়ারী একটি লিড ব্যাংক নির্বাচন করে বাংলাদেশ ব্যাংক। লিড ব্যাংকের দায়িত্ব প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তার জন্য এসএমই ঋণের পরিকল্পনা, বিতরণ ও বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলার অন্যান্য ব্যাংককে নেতৃত্ব দেয়া। ঋণ সম্পর্কিত যাবতীয় তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানানোর দায়িত্বও লিড ব্যাংকের।
রবিবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই এন্ড স্পেশালস প্রোগ্রাস ডিপার্টমেন্ট (এসএসইপিডি) লিড ব্যাংকের তালিকা সম্বলিত সার্কুলার ইস্যু করেছে। গেল বছর থেকে থেকে এসএসইপিডি এই তালিকা প্রকাশ করে আসছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এই তালিকা প্রকাশ করতো।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কোভিডে ক্ষতিগ্রস্ত উদ্যাক্তারা যেন স্বচ্ছতার সাথে ও ঝামেলাহীনভাবে এসএমই খাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ পেতে পারে সে বিষয়েও লিড ব্যাংকগুলোকে ভূমিকা রাখতে হবে।
লিড ব্যাংকগুলোকে প্রণোদনা প্যাকেজের আওতায় ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদানের লক্ষ্যে ঋণ গ্রহিতা নির্বাচন, ঋণ বিতরণ, তদারকি ও আদায় সংক্রান্ত কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও বিদ্যমান সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে।
এ ছাড়াও জেলা/উপজেলা পর্যায়ে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে ঋণ বিতরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এসব ব্যাংক। অঞ্চল ও খাতভিত্তিক কোন অসামঞ্চস্য থাকলে তার দূর করার পাশাপাশি নতুন উদ্যাক্তা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা।
এ ছাড়াও সহযোগী ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন, পরিকল্পনা প্রণয়ন ও এ সংক্রান্ত মতবিনিময় করার দায়িত্বও লিড ব্যাংকের।
জেলা এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটিতে লিড ব্যাংকগুলোকে উপস্থিত থেকে কোভিডের ক্ষতি পুষিয়ে নিতে গঠিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে।
উল্লেখ্য কোভিডের প্রভাব মোকাবেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সুষ্ঠুভাবে সমন্বিত ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য গত ১ জুন প্রতি জেলায় একটি করে এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে গঠিত এই কমিটির নেতৃত্ব দিয়ে থাকেন জেলা প্রশাসক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে থাকেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সংশ্লিষ্ট জেলার শীর্ষ কর্মকর্তা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, লিড ব্যাংকের তালিকা প্রকাশ করলেও ব্যাংকগুলো নিয়মিত জেলা এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটিতে উপস্থিত থাকে না। এবার তাই তালিকা প্রকাশের পাশাপাশি সার্কুলার ইস্যু করে এ সংক্রান্ত ১০ দফা নির্দেশনা দেয়া হয়েছে।