এলজিইডির উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা কর্মশালা

আগারগাঁওয়ে এলজিইডি প্রধান কার্যালয়ে সম্প্রতি দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১২ জেলার সব পর্যায়ের প্রায় ৬০০ কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন। চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতভাগ কাজ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রধান প্রকৌশলী দিকনির্দেশনা দেন। তিনি গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে সবাইকে নির্দেশ দেন। দুর্ভোগ লাঘবে তিনি সড়ক রক্ষণাবেক্ষণের কাজ শুল্ক মৌসুমে দ্রুত শেষ করতে বলেন। চলতি অর্থবছরে এলজিইডি প্রায় ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।