মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে শিল্প প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
আজ এক শোকবার্তায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে এদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম বন্ধু ও অভিভাবককে হারাল। এসময় প্রতিমন্ত্রী মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শিল্প প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।