বাংলাদেশ ম্যাচ কোম্পানির পরিচালক কিউ জি আহমেদ আর নেই
ইস্পাহানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ ম্যাচ কোম্পানি লিমিটেড এবং খুলনা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কিউ জি আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫৪ সালে কিউ জি আহমেদ ইস্পাহানি গ্রুপে যোগদান করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি ইস্পাহানি গ্রুপের সঙ্গেই ছিলেন। তিনি সহকর্মীদের মধ্যে এবং সামাজিকভাবে সমাদৃত, প্রশংসিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
ইস্পাহানি গ্রুপ তার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে।