ঢাকার কেরানীগঞ্জে এজেন্ট পয়েন্ট চালু করল মধুমতি ব্যাংক
মধুমতি ব্যাংক পিএলসি তার শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং পয়েন্টের মাধ্যমে ব্যাংকিং সেবার পরিধি আরো বিস্তৃত করাসহ সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে ক্রমান্বয়ে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ব্রিজ মোড়ে মধুমতি আগানগর শাখার নিয়ন্ত্রণাধীন ‘কেরানীগঞ্জ এজেন্ট পয়েন্ট’-এর আনুষ্ঠানিক কার্যক্রম হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এজেন্ট পয়েন্টের উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম।


