আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিলেট জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিলেট জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি হোটেলে গতকাল এ আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। এ সময় বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ। এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফর, এসইভিপি মো. হাবীব উল্লাহ, এসইভিপি ও সিএফও (চলতি দায়িত্ব) কামাল হোসেন, ইভিপি মোহাম্মদ নাজমুল হাসান টিপু এবং এসভিপি মো. আমির হোসেনসহ সংশ্লিষ্ট নির্বাহীরা। সিলেট রিজিওনাল হেড ও এসভিপি পীযূষ কুমার সরকারের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ সভায় সংশ্লিষ্ট জোনের ১৬টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।