শিরোনাম

South east bank ad

নভোএয়ারের ১০ বছরপূর্তি উদযাপন

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

নভোএয়ারের ১০ বছরপূর্তি উদযাপন

সাফল্যের সঙ্গে ১০ বছর যাত্রী পরিবহন করে ১১তম বছরে পদার্পণ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে

এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ার ১০ বছরে এক লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে সাড়ে ৫৫ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে। নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও আস্থার এয়ারলাইনস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বছরে পদার্পণের অঙ্গীকার হবে আমাদের যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরো উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।

বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এছাড়া যশোর থেকে কক্সবাজার রুটে ও রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি যাত্রী পরিবহন করা হচ্ছে। নতুন নতুন সেবা সংযোজনের মাধ্যমে যাত্রী সেবার মান উন্নত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। 

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: