শিরোনাম

South east bank ad

অভিযোজন তহবিলের জাতীয় বাস্তবায়ন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করল পিকেএসএফ

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

জলবায়ু পরিবর্তনের ব্যাপক চ্যালেঞ্জ মোকাবিলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কর্মপরিকল্পনা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত অভিযোজন তহবিল এই সংস্থাকে বাংলাদেশে ‘জাতীয় বাস্তবায়ন প্রতিষ্ঠান’হিসেবে নির্বাচিত করেছে।


সম্প্রতি অভিযোজন তহবিল বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের বেশকিছু সরকারি ও বেসরকারি সংস্থা এ স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করে। পিকেএসএফকে সর্বপেক্ষা উপযুক্ত প্রতিষ্ঠান বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পিকেএসএফকে মনোনয়ন দেয়। সংস্থার কর্মপদ্ধতি ও সাফল্য পর্যালোচনার পর ওয়াশিংটনের অভিযোজন তহবিল পিকেএসএফকে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশে জাতীয় বাস্তবায়ন প্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়েছে। গত ১১ আগস্ট বুধবার পাঠানো এক চিঠির মাধ্যমে পিকেএসএফকে এ স্বীকৃতির কথা জানিয়েছে অভিযোজন তহবিলের পর্ষদ সচিবালয়।


২০০৭ সালে গঠিত অভিযোজন তহবিলের ৩৪তম এবং বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এ স্বীকৃতি অর্জন করল পিকেএসএফ। এর সুফল হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক তহবিলে পিকেএসএফের অভিগম্যতা বাড়বে।
উল্লেখ্য, ২০১৭ সালে পিকেএসএফ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) আওতায় গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) ন্যাশনাল ইমপ্লিমেন্টিং এনটিটি (এনআইই) হিসেবে স্বীকৃতি অর্জন করে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: