দুস্থ মানুষের মাঝে খাবার, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করলেন এম. এ. রাজ্জাক খান রাজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার গ্রুপ এর উদ্যোগে দুস্থ মানুষের মাঝে খাবার, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সম্প্রতি চুয়াডাঙ্গায় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এম. এ. রাজ্জাক খান রাজ দুস্থদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, করোনা (কোভিড-১৯) মহামারীর এই সময়ে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্প্রতি চুয়াডাঙ্গায় কয়েক হাজার গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাবার, ইফতার সামগ্রী এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে মিনিস্টার গ্রুপ। এছাড়াও করোনা মহামারীর শুরু থেকে রাজধানীর বিভিন্ন এলাকা, বন্যাদূর্গত এলাকা, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণ ত্রাণ বিতরণের পাশাপাশি বিনামূল্যে মিনিস্টারের উৎপাদিত মাস্ক, হ্যান্ড ওয়াশের মত বিভিন্ন সুরক্ষা পণ্য বিতরণ করেছে মিনিস্টার গ্রুপ। জাতীয় যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে মিনিস্টার গ্রুপ সর্বদা মানুষের পাশে থাকে।