শিরোনাম

South east bank ad

এম. এ. হাসেম ট্রাষ্টের পক্ষ থেকে ডিএসইসিতে খাদ্য সহায়তা প্রদান

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এম. এ. হাসেম ট্রাষ্টের পক্ষ থেকে ডিএসইসিতে খাদ্য সহায়তা প্রদান

‘মানুষের পাশে, মানুষের মাঝে’ এই শ্লোগান কে সামনে রেখে মহামারির সময় খাদ্য সহায়তা দিচ্ছে এম. এ. হাসেম ট্রাস্ট। পারটেক্স গ্রুপের কর্ণধার মরহুম এম. এ. হাসেম এর পরিবারের পক্ষ থেকে ঢাকা সাব -এডিটরস কাউনন্সিল (ডি,এস,ই,সি) এর সদস্যদের জন্য এ খাদ্য সহায়তা দেয়া হয় আজ বেলা ১২:৩০ মিনিটে সেগুন বাগিচায়। ডি,এস,ই,সি এর সভাপতি মামুন ফরাজী এর পক্ষে এ সমস্ত খাদ্য সামগ্রী গ্রহন করেন সংগঠনটির সেক্রেটারী আবুল হাসান হৃদয় ও সহ-সভাপতি আঞ্জুমান আরা বেগম সহ অনান্য সদস্যবৃন্দ। পারটেক্স পরিবারের পক্ষে এ সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেন হেড অব পাবলিক রিলেশন রাশেদ চৌধুরী। উল্লেখ্য, গতবছর এম.এ. হাসেমের নেতৃত্বে পারটেক্স পরিবার এর পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে মোট ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। এই খাদ্য সহায়তা ভবিষতে ও পারটেক্স পরিবারের পক্ষ থেকে অব্যহত থাকবে।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যকেটে ছিল:- চাল, ডাল, ছোলা, আলু, চিনি, পেঁয়াজ, সাবান, তেল, পোলার চাল, লবন; যা একটি পরিবারের এক সপ্তাহের বাজার।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: