কালীগঞ্জে মেডিকেল সরঞ্জামাদি দিল সাইফ পাওয়ারটেক

করোনা মহামারী মোকাবেলায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মেডিকেল সরঞ্জামাদি এবং পিপিই প্রদান করেছে সাইফ পাওয়ারটেক।
সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়ার হাতে এসব সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক তরফদার মো. সাইফ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক ফারুক আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, এইচএম আবুবকর চৌধূরী, সাজ্জাদ হোসেন খান রিপন প্রমুখ।