রেসিং মোটরসাইকেল কেটিএম বাজারজাত করবে রানার অটোমোবাইলস

দেশে বিশ্বখ্যাত রেসিং মোটরসাইকেল কেটিএম মঙ্গলবার থেকে দেশের বাজারে পাওয়া যাবে। রানার অটোমোবাইলস এ বাইক বাজারজাত করবে। আগামীতে ব্র্যান্ড দুটি যৌথভাবে স্থানীয়ভাবে উৎপাদনের পরিকল্পনাও করেছে।
ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলসের কারখানায় সোমবার কেটিএম ১২৫ ডিউক ও কেটিএম আরসি ১২৫ মডেল বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিউক মডেলটি পাওয়া যাবে সাড়ে তিন লাখ টাকা এবং বাড়তি ফিচারসংবলিত আরসি মডেলের দাম ধরা হয়েছে চার লাখ ৮০ হাজার টাকা।
অনুষ্ঠানে জানানো হয়, উভয় মডেলের বাইকের গতি ও নিরাপত্তা তুলনামূলক অনেক ভালো। এতে রয়েছে লিকুইড-কুলড ও ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এর অ্যালুমিনিয়াম সিলিন্ডারের ভেতরের দেয়ালে নিকাসিল কোটিং দেওয়া এবং হালকা ওজনের আলাদা স্টিল ট্রেলিস কাঠামোতে তৈরি করা হয়েছে। বাইকে এবিএস সিস্টেম, যা প্যানিক ব্রেকিংয়ের সময় যাত্রীর সুরক্ষা ও স্থিতিশীলতার জন্য লক করে না। কেটিএম আরসি মডেলে আরও রয়েছে উচ্চমানের এবিএস পদ্ধতি, শক্তিশালী ফেয়ারিং এবং রোমাঞ্চকর লিন ফরওয়ার্ড স্টাইল। ডিউক মডেলের মতো একই মানের ইঞ্জিন।
রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল চৌধুরী বলেন, দ্রুতগতির ব্র্যান্ড কেটিএম ক্রেতাদের আস্থার বাহন হবে। দামের সঙ্গে সমন্বয় রেখে উচ্চমান নিশ্চিত করা হচ্ছে। এখন আমদানি করা হলেও পর্যায়ক্রমে দেশে উৎপাদনের পরিকল্পনার কথা জানান তিনি।
রানার অটোমোবাইলসের পরিচালক আমিদ সাকিফ খান বলেন, কয়েক বছর ধরে দেশের মোটরসাইকেলের বাজার সমৃদ্ধ হচ্ছে। এই বাজারে উচ্চমান ও গ্রাহক সেবার নিশ্চয়তা নিয়ে কেটিএম ব্র্যান্ড ছাড়া হয়েছে। তিনি জানান, রানার আরও নতুন বৈশিষ্ট্যের মোটরসাইকেল বাজারে আনবে।
অস্ট্রিয়াভিত্তিক কেটিএম ব্র্যান্ডের মোটরসাইকেল রেসিংয়ের ক্ষেত্রে জনপ্রিয়। ইউরোপের বাইরে যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, আফ্রিকা ও এশিয়ায় এ ব্র্যান্ডের বাজার রয়েছে।