শিরোনাম

South east bank ad

বাধ্যতামূলক পণ্যের তালিকায় স্থান পাচ্ছে ১৩টি, বাদ পড়ছে ১২টি

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

আয়নাল হোসেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। এতে মোট ১০টি বিষয়ের ওপর আলোকপাত করা হবে বলে জানা গেছে। স্বাস্থ্য, পরিবেশের ওপর প্রভাব, প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হতে পারে এমন পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে বাধ্যতামূলক পরীক্ষার তালিকায় ১৩টি পণ্য যুক্ত করছে বিএসটিআই। পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা না থাকায় তালিকা থেকে ১২টি পণ্য বাদ দেয়ার প্রস্তাব করবে সংস্থাটি। বিএসটিআই সূত্রে জানা গেছে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে মান প্রণয়ন-সংক্রান্ত ন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিটি পুনর্গঠন, কুমিল্লা ও রংপুরে বিএসটিআইয়ের শাখা অফিস স্থাপন, বিগত সম্মেলনের কার্যবিবরণী ও এর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, কর্মরতদের বেতন স্কেল পুনর্নির্ধারণ উল্লেখযোগ্য। মানসম্পন্ন পণ্য নিশ্চিতকরণে সরকার এসআরও জারির মাধ্যমে দেশের মান অনুযায়ী কিছু পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতায় এনেছে। এক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকি বিবেচনায় পণ্যগুলোকে বাধ্যতামূলক পরীক্ষার আওতায় আনা হয়। বিএসটিআই এসব পণ্যের মান অনুযায়ী গুণাগুণ পরীক্ষা করে থাকে। নতুন নির্ধারিত বাধ্যতামূলক পণ্যের তালিকায় স্থান পেতে যাচ্ছে বেবি টয়লেট সোপ, ইনস্ট্যান্ট টি, সুইটেনড-আনসুইটেনড কনডেন্সড মিল্ক, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, বৈদ্যুতিক মিটার, এনার্জি সেভিং বাল্ব, ডিজেল ও গ্যাসোলিন অয়েল, ভিটামিন ‘এ’যুক্ত ভোজ্যতেল, লাচ্ছি, ভিটামিনযুক্ত রাইস অয়েল, পাম অলিন, সানফ্লাওয়ার অয়েল এবং এলইডি লাইট। আর বাধ্যতামূলক পণ্যের তালিকা থেকে বাদ পড়ছে সয়াবিন তেল, পাম অয়েল, সানফ্লওয়ার অয়েল, গ্যাস ম্যান্টোলস, ঝরনা কলমের কালি, টাইপরাইটার রিবনস, স্টেনলি পেপার, কার্বলিক সোপ, লন্ড্রি সোপ পাউডার, সার ও রোটারি মেশিন।
BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: