শিরোনাম

South east bank ad

বাণিজ্য মেলায় কোয়ালিটি আইসক্রিমের জমজমাট বিক্রি

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

বাণিজ্য মেলায় কোয়ালিটি আইসক্রিমের জমজমাট বিক্রি
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে কোয়ালিটি আইসক্রিম রয়েল ম্যাগনাম হোয়াইট চকোলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো, নলেন গুড় নামে নতুন আইসক্রিম নিয়ে এসেছে। এ ব্র্যান্ডের প্যাভিলিয়নে প্রতিদিন বিপুলসংখ্যক ক্রেতা ও দর্শনার্থী ভিড় করছেন। স্বাদে ও মানে নতুন আইসক্রিমগুলো বেশ ভালো বলে জানিয়েছেন ক্রেতারা। এ ব্র্যান্ডের ন্যাশনাল সেলস ম্যানেজার এ কে এম কামরুজ্জামান নিলু বলেন, মেলায় আনা প্রিমিয়াম আইসক্রিমগুলো আন্তর্জাতিক মানের হওয়ায় ভালো সাড়া পাওয়া গেছে। বিশেষ করে রয়েল ম্যাগনাম আইসক্রিমটির প্রচুর চাহিদা দেখা গেছে। মেলায় ক্রেতাদের জন্য নগদ পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলে কোয়ালিটি আইসক্রিমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রতি ১০০ টাকার আইসক্রিম কিনলে প্রতিটি স্ক্যাচ কার্ডের সঙ্গে নিশ্চিত পুরস্কার রয়েছে। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টারে সিনেমা দেখার টিকিট, বোলিং টিকিট, প্যাভিলিয়নে ওয়াইফাইসহ একটি সেলফি বোর্ডে আইসক্রিম খেয়ে সেলফি তুলে কোম্পানির পেজে আপলোড করা যাবে। সর্বোচ্চ লাইক পাওয়া তিনজন পাবেন ট্যাব ও স্মার্টফোন।
BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: