নতুন কনজ্যুমার প্রডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু করল গোদরেজ

বাংলাদেশের অন্যতম এফএমসিজি কোম্পানি গোদরেজ হাউজহোল্ড প্রডাক্টস বাংলাদেশ প্রা. লি. এক অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জে তাদের নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটে ১৫ কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এ সময় গোদরেজ কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের সেলস, মার্কেটিং ও সার্কের চিফ অপারেটিং অফিসার সুনীল কাটারিয়া, পিএসও-সার্ক-এর ইভিপি রাজেশ তিওয়ারি, সার্ক ও গ্লোবাল এক্সপোর্ট হেড অনির্বাণ ব্যানার্জি, কান্ট্রি ম্যানেজার অনুরাগ পান্ডেসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।