আশুগঞ্জ কারখানা থেকে সার উত্তোলন ও বিক্রয় শুরু
প্রশাসনের সাথে সমঝোতার পর গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় শুরু করেছে সার ডিলাররা। গত মঙ্গলবার প্লাস্টিকের পরিবর্তে পাটের বস্তায় সার বাজারজাতকরণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলার সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। এতে করে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ৭শ’ ৪৮ জন ডিলারের সার উত্তোলন ও বিক্রয় বন্ধ থাকে। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সার সমিতির নেতৃবৃন্দ সার উত্তোলন ও বিক্রয় বন্ধ রেখেছিল। ব্রাহ্মণবাড়িয়া সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূইয়া বকুল জানান, কেন্দ্রীয়ভাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।