শিরোনাম

South east bank ad

আশুগঞ্জ কারখানা থেকে সার উত্তোলন ও বিক্রয় শুরু

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

প্রশাসনের সাথে সমঝোতার পর গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় শুরু করেছে সার ডিলাররা। গত মঙ্গলবার প্লাস্টিকের পরিবর্তে পাটের বস্তায় সার বাজারজাতকরণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলার সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। এতে করে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ৭শ’ ৪৮ জন ডিলারের সার উত্তোলন ও বিক্রয় বন্ধ থাকে। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সার সমিতির নেতৃবৃন্দ সার উত্তোলন ও বিক্রয় বন্ধ রেখেছিল। ব্রাহ্মণবাড়িয়া সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূইয়া বকুল জানান, কেন্দ্রীয়ভাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: