উদ্বোধন হলো বার্জার ‘ক্লাব সুপ্রিম’

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বার্জার ‘ক্লাব সুপ্রিম’-এর উদ্বোধনী অনুষ্ঠান। সারাদেশের ১৪টি সেলস অফিসের ‘ক্লাব সুপ্রিম’-এর নির্বাচিত ডিলারদের অংশগ্রহণে মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বার্জার ‘ক্লাব সুপ্রিম’-এর উদ্বোধন করা হয়। ডিলারদের জন্য বছরজুড়ে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিয়ে বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড সাজিয়েছে এই অভিনব স্কিম। বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী সম্প্রতি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী (সেলস্ অ্যান্ড মার্কেটিং) ‘ক্লাব সুপ্রিম’-এর বিভিন্ন দিক ও কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ তার বক্তব্যে বার্জার ‘ক্লাব সুপ্রিম’ স্কিমের সাফল্যের বিভিন্ন চিত্র তুলে ধরেন এবং ডিলারদেরকে বার্জার পেইন্টসের সঙ্গে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে উৎসাহ দেন।
জেনারেল সেলস্ ম্যানেজার (সেলস্ ট্রেড) আজিজুল হক স্বাগত বক্তব্যের মাধ্যমে ডিলারদের ধন্যবাদ জানান।