দারাজে গ্রামীণ ইউনিক্লো ব্র্যান্ডের পণ্য

অনলাইন শপিং ওয়েবসাইট দারাজ ডটকম ডটবিডির সাথে চুক্তি করেছে জাপানের শীর্ষ ফ্যাশন ব্র্যন্ড ‘গ্রামীন ইউনিক্লো’। চুক্তির ফলে ক্রেতারা এখন গ্রামীন ইউনিক্লো পণ্য বাসায় বসে দারাজের (daraz.com.bd) ওয়েবসাইট থেকে কিনতে পারবে।
সম্প্রতি রাজধানীর বনানীতে দারাজ বাংলাদেশের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন, গ্রামীন ইউনিক্লোর ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হক এবং দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক।
এসময় উপস্থিত ছিলেন- গ্রামীন ইউনিক্লোর হেড অফ মার্চেন্ডাইজিং এবং প্রোডাকশন নিশিমুরা মিতসুয়ো, মার্কেটিং ম্যানেজার মো. শরিফুল ইসলাম, হেড অফ ই-কমার্স ডিভিশন মেহেদী ফাকিদ হোসেইন। দারাজ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ কমার্শিয়াল ফুয়াদ আরেফিন, হেড অফ অ্যাকুইজিশন দিবাকর দে শুভ, সিনিয়র এক্সিকিউটিভ অফ স্ট্র্যাটিজিক প্ল্যানিং অমিতাভ চক্রবর্তী প্রমূখ। বিজ্ঞপ্তি।