এটুআই ও সিঙ্গার বাংলাদেশ চুক্তি

সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও সিঙ্গার বাংলাদেশ একটি সমঝোতা স্মারক সই করেছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকে সই করেন এটুআইর প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার এবং সিঙ্গার বাংলাদেশের সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী। এ সময় এটুআই প্রোগ্রামের ই-লার্নিং স্পেশালিস্ট অধ্যাপক ফারুক আহমেদ, সিঙ্গারের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন, সিনিয়র ম্যানেজার মার্কেটিং কমিউনিকেশন রাজিউর রহমানসহ ঊর্ধ্বতন উপস্থিত ছিলেন।