শিরোনাম

South east bank ad

আরএফএলের ফ্যালকন এমএস ও জিআই পাইপ

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

আরএফএলের ফ্যালকন এমএস ও জিআই পাইপ
বাজারে এসেছে প্রাণ আরএফএলের এমএস ও জিআই পাইপ। এটি ইমারত ও শিল্প কারাখানায় পানি ও গ্যাস লাইনে ব্যবহার করা যাবে। আরএফএল পরিচালক আরএন পল জানান, ক্রেতাদের জন্য আমরা মানসম্পন্ন এ পণ্যটি নিয়ে এসেছি। পাইপ উৎপাদনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মান অনুসরন করা হয়েছে। এছাড়া বিএসটিআই এর অনুমোদনে পাইপ দুটি উৎপাদন করা হচ্ছে। গত আগস্ট মাস থেকে হবিগঞ্জে নিজস্ব প্লান্টে বাণিজ্যিক ভিত্তিতে এর উৎপাদন শুরু হয়েছে বলে তিনি জানান।
BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: