আরএফএলের ফ্যালকন এমএস ও জিআই পাইপ

বাজারে এসেছে প্রাণ আরএফএলের এমএস ও জিআই পাইপ। এটি ইমারত ও শিল্প কারাখানায় পানি ও গ্যাস লাইনে ব্যবহার করা যাবে।
আরএফএল পরিচালক আরএন পল জানান, ক্রেতাদের জন্য আমরা মানসম্পন্ন এ পণ্যটি নিয়ে এসেছি। পাইপ উৎপাদনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মান অনুসরন করা হয়েছে। এছাড়া বিএসটিআই এর অনুমোদনে পাইপ দুটি উৎপাদন করা হচ্ছে।
গত আগস্ট মাস থেকে হবিগঞ্জে নিজস্ব প্লান্টে বাণিজ্যিক ভিত্তিতে এর উৎপাদন শুরু হয়েছে বলে তিনি জানান।