South east bank ad

ই-কমার্স প্লাটফর্ম দ্রব্যডটকমের যাত্রা শুরু

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

ই-কমার্স প্লাটফর্ম দ্রব্যডটকমের যাত্রা শুরু

‘খুশিতে বাংলাদেশ’-এ স্লোগান সামনে রেখে যাত্রা করেছে নতুন ই-কমার্স সাইট দ্রব্যডটকম। যাত্রা শুরু উপলক্ষে বেশকিছু অফার ও ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠনাটি। ফলে সর্বোচ্চ ৫০ শতাংশ ডিসকাউন্টে কেনা যাবে অনেক পণ্য। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে মাত্র ১৪ টাকায় আইফোন ১২, বাইক, স্মার্টটিভি ও টি-শার্ট জিতে নেয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। মূল্য পরিশোধের জন্য রয়েছে বিকাশ, ভিসা, মাস্টার কিংবা অ্যামেক্স কার্ড, নেক্সাস পে, ব্যাংক ডিপোজিটসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্টের সুবিধা। এছাড়া গ্রাহকরা চাইলে পণ্য হাতে পেয়ে নগদ মূল্য পরিশোধ করার সুযোগও রয়েছে। উল্লেখ্য, দ্রব্যডটকম আহসান গ্রুপ লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: