কারওয়ান বাজারে পুষ্টির প্রচারণা
ঢাকায় কারওয়ান বাজারে সম্প্রতি টি কে গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অযে়ল মিলসের উদ্যোগে প্রচারণার অংশ হিসেবে ‘পুষ্টি ডালডা বেকাসর জয়’ শীর্ষক দিনব্যাপী জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এতে জিএম মো. মোফাচ্ছেল হক, জিএম লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান এ.এস.এম. ফায়জুল্লাহ, ব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম, ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি অ্যাসোসিযে়শনের সভাপতি মো. জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।