ইভ্যালি ও ডটলাইনের মধ্যে চুক্তি

দেশীয় ই-কমার্স মার্কেট প্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে পাওয়া যাবে ডিআইওয়াই ইন্টারনেট সলিউশন অড্রা। এ লক্ষ্যে সম্প্রতি ইভ্যালির প্রধান কার্যালয়ে অড্রার মালিকানাধীন প্রতিষ্ঠান ডটলাইন ও ইভ্যালির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চিফ অপারেটিং অফিসার এইচএম তারিকুল কামরুল এবং ডটলাইনের উপমহাব্যবস্থাপক ও বিপণন বিভাগের প্রধান মুনতাসির আহমেদ এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট প্রিয়াম হাসনাত, ক্যাটাগরি হেড অমিতাভ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রওশন আরা ও কার্নিভাল ইন্টারনেটের অপারেশন হেড নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।