স্বাধীনতা দিবসে জাতীয় প্রতীক প্রদর্শন কোকাকোলার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জাতীয় প্রতীকগুলো প্রদর্শন করেছে বিশ্ববিখ্যাত বেভারেজ ব্র্যান্ড দি কোকাকোলা কোম্পানির প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড। স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ওই প্রতীকগুলো প্রদর্শিত হয় কোকাকোলা এবং এর পার্টনার আউটলেটগুলোতে।
বাংলাদেশের আপামর জনসাধারণের দৈনন্দিন জীবনে স্বাধীনতার চেতনাকে উজ্জ্বীবিত করাই এই প্রদর্শনীর মূললক্ষ্য।
আয়োজকরা বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারা বাংলাদেশের মানুষের জন্য একটি বিশেষ অর্জন। সেই অর্জনকে সামনে রেখেই আমাদের দৈনন্দিন কাজের মধ্যে স্বাধীনতার চেতনাকে ধারণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।