ইভ্যালি ও শেয়ারট্রিপের মধ্যে এমওইউ স্বাক্ষর

দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ও অনলাইনভিত্তিক ট্র্যাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান শেয়ারট্রিপের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ইভ্যালির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সাদিয়া হক এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ইভ্যালির ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জাহেদ হাসান ফয়সাল, কি অ্যাকাউন্ট ম্যানেজার বদরুদ্দীন হোসাইন অনিন্দ্য, শেয়ারট্রিপের মার্কেটিং ম্যানেজার নাফিজ চৌধুরী এবং সিনিয়র এক্সিকিউটিভ রাহাত এলাহিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।