সংযুক্ত আরব আমিরাতের সর্বত্র পাওয়া যাচ্ছে প্রাণ কাপ নুডুলস

এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের সর্বত্র পাওয়া যাচ্ছে প্রাণ কাপ নুডুলস। স্থানীয় সময় রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আমিরাতের শারজাহ ভেরোনা রিসোর্টে কাপ নুডলসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইমার্জিং ওয়ার্ল্ড-এর ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহবুব।
ইমার্জিং ওয়ার্ল্ড আরব আমিরাতে প্রাণ-এর একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান। ২০০৩ সাল থেকে স্থানীয় ও প্রবাসী বাঙালি ভোক্তাদের কাছে প্রাণ-এর পণ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ইমার্জিং ওয়ার্ল্ড।
অনুষ্ঠানে হাসান মাহবুব বলেন, আমিরাতের বাজারে প্রাণ ব্র্যান্ডের পণ্যের চাহিদা দিন দিন বেড়েই চলছে। প্রাণ পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহ ও এখানকার বাজারে পণ্যের চাহিদা পর্যালোচনা করে আমরা নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসছি। প্রাণ-এর কাপ নুডলস এমন একটি পণ্য যা ভোক্তাদের ব্যস্ততম সময়ে স্বল্প খরচে তাদের পুষ্টির চাহিদা মেটাবে। আশা করি, প্রাণ কাপ নুডলস প্রাণ-এর অন্য পণ্যের মতো খুবই জনপ্রিয়তা পাবে।
তিনি আরও বলেন, প্রাণ কাপ নুডলস-এর যাত্রা শুরুকে কেন্দ্র করে ভোক্তারা ১০০টি স্বর্ণমুদ্রা জিতে নেয়ার সুবর্ণ সুযোগ পাবেন। আমিরাতের সব হাইপার মার্কেট, সুপার মার্কেট এবং গ্রোসারি শপ থেকে প্রাণ কাপ নুডলস ক্রয় করে এ পুরস্কার তারা জিতে নিতে পারবেন।
প্রাণ কাপ নুডলস-এর উদ্বোধন অনুষ্ঠানে ইমার্জিং ওয়ার্ল্ড-এর প্রধান নির্বাহী আবু বকর সিদ্দিকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।