শিরোনাম

South east bank ad

ইফুডে যুক্ত হলো কেএফসি ও পিৎজা হাট

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

ইফুডে যুক্ত হলো কেএফসি ও পিৎজা হাট

দেশের জনপ্রিয় খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ইফুড-এর সঙ্গে এবার যুক্ত হলো কেএফসি ও পিৎজা হাট। এর ফলে বিশ্ববিখ্যাত ফুড চেইন কেএফসি এবং পিৎজা হাটের খাবার ইফুড এর মাধ্যেমে অর্ডার করতে পারবেন গ্রাহকেরা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিপত্রে ইফুড-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং কেএফসি-পিৎজা হাট-এর মালিকানা প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ বিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা বর্তমানে দেশের প্রধান প্রধান শহরগুলোতে প্রতিদিন আট থেকে দশ হাজার ফুড ডেলিভারী সেবা দিয়ে থাকি এবং সমগ্র দেশব্যাপী এই সেবাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দেশের স্বনামধন্য সব ধরনের রেস্টুরেন্ট ইফুডে যুক্ত হচ্ছে। এখন থেকে কেএফসি-পিৎজা হাট-এর মতো স্বনামধন্য রেস্টুরেন্ট থেকে ইফুডের মাধ্যমে খাবরের স্বাদ উপভোগ করতে পারবে গ্রাহকেরা। আমাদের লক্ষ্য হলো দ্রুততার সাথে ৩০ মিনিটের মধ্যে গ্রাহকের দোরগোড়ায় খাবার পৌঁছে দেয়া।

এ বিষয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, আমরা ইভ্যালির মতো দেশীয় ই-কমার্সের সাথে একটা গ্রেট ফুড পার্টনারশীপ করেছি। ই-কমার্সে ফুড ডেলিভারীর অনেক সম্ভাবনা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ই-ফুড টেকনোলজি বিভাগের প্রধান মোস্তাহিদ উল ইসলাম বাধন, ইফুড ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান শাহনেওয়াজ মান্নান, ই-ফুড ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক সৈয়দ সজিবুর রহমান এবং ট্রান্সকম ফুড লিমিটেডের কেএফসি অপারেশন ম্যানেজার শেখ জহির আহমেদ দোলন, পিৎজা হাট এর অপারেশন ম্যানেজার রূপম প্রসন্ন ঠাকুর, পিৎজা হাটের হোম সার্ভিস ম্যানেজার মাহতাব খান মজলিস সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: