'ফ্রোজেন রুম' নিয়ে এলো জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড 'ভিশন'
প্রয়োজনীয় তাপমাত্রায় অধিক পণ্য সংরক্ষণের জন্য অত্যাধুনিক মানের 'ফ্রোজেন রুম' নিয়ে এলো জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড 'ভিশন'।
বৃহৎ সুপারশপ, ফার্মেসি, মর্গ, মাছ-সবজির আড়ত, রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পণ্য সংরক্ষণে এই ফ্রোজেন রুম ব্যবহার করতে পারবেন। ভিশন ফ্রোজেন রুমে ওষুধ, কনফেকশনারি পণ্য, ডেইরি পণ্য, মাছ, মাংস, ফলসহ বিভিন্ন ধরনের পণ্য মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে।
শুরুতে তিনটি সাইজের ভিশন ফ্রোজেন রুম পাওয়া যাবে যেগুলোর উচ্চতা ৭ ফিট এবং আয়তন ২৫, ৬৪ এবং ১০০ বর্গফিট। তবে ক্রেতারা চাইলে তাদের চাহিদা অনুযায়ী ফ্রোজেন রুম তৈরি করে দেবে ভিশন ইলেকট্রনিকস।
ভিশন ইলেকট্রনিকসের চিফ অপারেটিং অফিসার নুর আলম বলেন, 'আমাদের দেশে ফ্রোজেন রুমের খুব ভালো চাহিদা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো অজানা অনেক প্রতিষ্ঠান দিয়ে এসব ফ্রোজেন রুম তৈরি করে আসছে। এতে ফ্রোজেন রুমে নানা ধরনের সমস্যা তৈরি হলে ব্যবসায়ীরা বিড়ম্বনার শিকার হন।
ভিশন ইলেকট্রনিকস বাজারে ফ্রোজেন রুম আনার ফলে ব্যবসায়ীরা এখন ব্র্যান্ডেড প্রতিষ্ঠান পাচ্ছেন, যার ফলে তারা সঠিক পণ্য ও শতভাগ সেবার নিশ্চয়তা পাবেন।' এই ফ্রোজেন রুমে ডিফ্রস্ট ফাংশন এবং উন্নত প্রযুক্তিতে তৈরি হওয়ায় পণ্যের মান শতভাগ ঠিক থাকবে।