শিরোনাম

South east bank ad

নজর কেড়েছে সৌর বিদ্যুৎচালিত মোটরসাইকেল

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

নজর কেড়েছে সৌর বিদ্যুৎচালিত মোটরসাইকেল
দেশে প্রথমবারের মতো সৌর বিদ্যুৎচালিত মোটরসাইকেল বাজারে আনছে দেশিয় ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রহিম আফরোজ। বাইকটি বাজারজাত করার আগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আনা হয়েছে মার্কেট জরিপের জন্য। মেলায় রহিম আফরোজের প্যাভিলিয়নের (৩০ নম্বর) সামনেই আকর্ষণীয় মডেলের সৌর শক্তিচালিত বাইকটি রাখা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ডায়না (DYNA)। শুক্রবার (২৯ জানুয়ারি) এই প্যাভিলিয়নের সামনে কথা হলো রহিম আফরোজের ক্যাশ ও অ্যান্ড সেলস ম্যানেজার মোহাম্মদ দীপুর সঙ্গে। তিনি বলেন, দু’দিন হলো এটি মেলায় আনা হয়েছে। সৌর বিদ্যুৎচালিত এই বাইকটি ৫৫ সিসি ক্ষমতাসম্পন্ন। ফুলচার্জ করা হলে এটি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। মার্কেট সার্ভে ও ক্রেতাদের ফিডব্যাক পাওয়ার জন্য এটি মেলায় আনা হয়েছে। দীপু আরও বলেন, এর দাম এখানো নির্ধারণ করা হয়নি। তবে দাম লাখ টাকার বেশি হবে না। আর এটি সরাসরি বিদ্যুতে চার্জ দেওয়া যাবে। সৌর প্যানেলে ১২ ঘণ্টা আর বিদ্যুতে ১০ ঘণ্টা সময় নেবে ফুলচার্জ হতে। মেজর কিছু যন্ত্রপাতির ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধাও থাকছে। কথাবার্তার মাঝেই বেশ ক’জন ক্রেতা এলেন। তারা বাইকটির নানা দিক জানার পর প্রশংসাও করলেন। এদেরই একজন, বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার রবিউল আউয়াল বলেন, সৌর বিদ্যুতে বাইক চালাতে পারলে গ্রামের মানুষজনের জন্য খুবই সুবিধা। কারণ দেশের অনেক প্রত্যন্ত এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। এছাড়া অনেক সময় লোডশেডিং থাকায় ঠিকমতো চার্জ দেওয়া যায় না। তবে বাইকটিতে কম সময়ের মধ্যে ফুলচার্জ করা গেলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।
BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: