বাণিজ্যমেলায় কোয়ালিটি আইসক্রীমে পুরস্কার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কোয়ালিটি আইসক্রীম ক্রেতাদের জন্য বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। কোয়ালিটি আইসক্রীমের প্রিমিয়াম প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে, রয়েল ম্যাগনাম হুয়াইট চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো, নলেন গুড়। প্রতি ১০০ টাকার আইসক্রীম ক্রয় করলে একটি স্ক্র্যাচ কার্ড, আর প্রতিটি কার্ডে রয়েছে নিশ্চিত পুরস্কার। যেমন, ব্লক ব্লাস্টারে সিনেমা দেখার টিকেট, বলিং টিকেট। এর বাইরে রয়েছে ওয়াই-ফাইসহ একটি সেলিফ বোর্ড। যেখানে আইসক্রীম খেয়ে সেলফি তুলে ফেসবুক পেজে আপলোড করলে সর্বোচ্চ লাইক পাওয়া তিন জন পেয়ে যাবেন একটি ট্যাব ও একটি স্মার্ট ফোন।- প্রেস বিজ্ঞপ্তি