ছাত্রলীগের সাবেক সভাপতি আরজু মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পাশে মেয়র তাপস
সোমবার (১৭ আগষ্ট) হাজারীবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত আরজু মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এর পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ১৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ইয়াফেজ আহমেদ সামী হাজারীবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম মো: আরজু মিয়ার মায়ের হাতে নগদ ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা পৌছে দেন এবং পরিবারের সাথে কুশলাদি বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আবুল হাসনাত বাহার ও সাধারণ সম্পাদক রনি সিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
মরহুম আরজু মিয়ার মা তার সহযোদ্ধাদের কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে বলেন ৫ টি বছরে পেরিয়েও তার সন্তানের হত্যার বিচার পাননি । তিনি দাবী করেছেন জীবিত থাকতে যেন তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন ।


