বিভিন্ন আয়োজনে রাজধানীতে সচেতনতা অভিযান
 
                                                                                                বিডিএফএন টোয়েন্টিফোর.কম
‘ওয়ার্ল্ড সিটিজ ডে’ উপলক্ষে রাজধানীতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণে নাগরিক দায়িত্ব বিষয়ে জনসচেতনতা সৃষ্টিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। সাস বিডি ও পিঙ্ক সল্ট আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হয় সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায়। 
এই আয়োজনে রাজধানীর বিজয় সরণিসহ ঢাকার বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, লিফলেটে সচেতনতামূলক বিভিন্ন শ্লোগানের মাধ্যমে পথচারীদের সচেতন করা হয়।
আগামীর নগরী সবুজ ঢাকা, পরিচ্ছন্নতাই প্রথম কথা আমরা সকলে একসঙ্গে সাজাবো শহর আজ নিজ হাতে। শব্দ দূষণ যন্ত্রণা, ভুল পথে গাড়ি চালাবো না - নিয়ম মেনে চলবো, পথে ভাঙবো না আইন কোনো মতে।
‘সকলে হলে সচেতন, ঢাকা হবে শ্রেষ্ঠ আবাসন’। জনসচেতনতা সৃষ্টি করতে ইত্যাদি শ্লোগান ব্যবহার করা হয়। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক থিম সং এর মাধ্যমে ফ্ল্যাশ মব পরিবেশন করা হয়।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                