বিজিবি এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কর্তৃক ২ কেজি ৪০০গ্রাম স্বর্ণ আটক
১৯ অক্টোবর ২০২০ তারিখ সকাল আনুমানিক ১১ টার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর রিজিয়নের আওতাধীন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ী বিওপি'র বিশেষ টহলদল চোরাকারবারী কর্তৃক স্বর্ণ পাচার করা হচ্ছে মর্মে সিভিল সোর্স হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে। এরই ফলশ্রুতিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এবং সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী এর সার্বিক তত্ত্বাবধানে ফুলবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ টহলে গমন করে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৬ হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া বিলের মধ্যে প্লাস্টিকের বস্তা হাতে একজন ব্যক্তিকে দেখতে পায়। টহলদল উক্ত ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। তখন টহলদল উক্ত বস্তাটি তল্লাশি করে ০২ কেজি ৪০০ গ্রাম (২০৫ ভরি ৭ আনা) ওজনের উন্নত মানের ০৮ টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫২,০২,৩৭৫/- (এক কোটি বায়ান্ন লক্ষ দুই হাজার তিন শত পঁচাত্তর) টাকা। আটককৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
